বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ এপ্রিল || অন্যান্য বছরের ন্যায় এইবছরও তিথি অনুযায়ী বাসন্তী পূজাকে কেন্দ্র করে মায়ের আরাধনায় মাতোয়ারা হলেন শান্তিরবাজার দেশবন্ধু ক্লাবের সদস্যরা। শান্তিরবাজার দেশবন্ধু ক্লাব সর্বদা নানান সামাজিক কাজ করে থাকেন। লোকজনের সুখ দুঃখে সর্বদা সকলের পাশে থাকেন দেশবন্ধু ক্লাবের সদস্যরা। এই ক্লাবের উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমায় বড় আকারে বাসনন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সময়ে এই পূজা ৫১ বছরে পদার্পন করেছে। পূজাকে কেন্দ্র করে প্রত্যেকবার বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইবছর লোকসভা নির্বাচনের বিভিন্ন বিধিনিষেধ থাকার ফলে কোনোপ্রকারের বড় অনুষ্ঠান ছারা পূজা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন শেষে বড় আকারের অনুষ্ঠান করা হবে বলে জানান ক্লাব সম্পাদক প্রবীর বরন দাস। ছোট আকারে মায়ের আরাধনা করলেও এই পূজাকে কেন্দ্র করে মহাঅষ্টমী পূজার দিন শান্তিরবাজার মহকুমাবাসীর জন্য পূস্পান্নের ব্যবস্থা করেছেন ক্লাব কতৃপক্ষ। সকলকে পেট ভরে পূষ্পান্নের ব্যবস্থা করেছেন ক্লাব কতৃপক্ষ। কোনো প্রকার কৃপনতা ছারাই সকলকে পেট ভরে প্রসাদ বিরতণে সকলে খোবই আনন্দিত। বিগতদিনে দেখা যেতো শান্তিরবাজারের অপর এক ক্লাব কালি পূজাকে কেন্দ্র করে নাম প্রচারের জন্য পূষ্পান্ন বিতরন করতো। দেখা যেতো লোকজনেরা দীর্ঘ কয়েকঘন্টা লাইনে দাড়িয়ে অল্প একটু প্রসাদ পেতো। পূজায় আগত ভক্তরা উনাদের পরিবারের বৃদ্ধ পিতা মাতা ও ছোট শিশুদের জন্য একটু প্রসাদ নিয়ে যেতে চাইলে ক্লাব কতৃপক্ষের নানান কথা শুনতে হতো। কিন্তু এদিন দেশবন্ধু ক্লাবের পূস্পান্ন বিতরণ দেখ সকলে ক্লাব কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। সকলে এদিন দিনে দেশবন্ধু ক্লাবের উদার মানসিকতার পরিচয় পেয়েছেন। বিগতদিনে দেশবন্ধু ক্লাব সামাজিক কর্মসূচীর জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। বর্তমান সময়ে পূস্পান্ন বিতরণের মাধ্যমে সকলের মুখে মুখে দেশবন্ধু ক্লাবের নাম শোনা যাচ্ছে।