বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ এপ্রিল || আসন্ন লোকসভা নির্বচনে বিজেপি মনোনিত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে জোলাইবাড়ী মন্ডলের ৭নং বুথে এক যোগদান সভার আয়োজন করা হয়। এদিন এই যোগদানসভায় তৃণমূল কংগ্রেস থেকে ২ পরিবারের ৭ জন ভোটার, সিপিআই(এম) থেকে ১৬ পরিবারের ৪৯ জন ভোটার বিজেপি’তে যোগদান করেন। এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং।
এদিন যোগদান সভার পূর্বে সকলের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনাসভার মাধ্যমে বিগতদিনে বাম আমলে দক্ষিন জেলায় বিভিন্ন খুনের ইতিহাস তুলে ধরা হয়। বক্তারা জানান, বিগত দিনে সিপিআই(এম)’র হাতে কত লোকজন শহীদ হয়েছে। বর্তমান সময়ে কংগ্রেস ও সিপিআই(এম) ভাই ভাই। তাই লোকজনেরা অশুভ জোটকে কোনোপ্রকার মেনে নিতে পারছে না। প্রতিনিয়ত এই অশুভ জোটের জন্য লোকজন বিরোধী শিবির থেকে দলত্যাগ করছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীরা একটি ভোটও পাবে না। বিরোধীদের জামানত জব্ধ হবে বলে জানান বক্তারা।
বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অজয় রিয়াং, মন্ডলের এস সি মোর্চার সাধারণ সম্পাদক নিরোদা দাস, বুথ সভাপতি মানিক গোস্বামী সহ অন্যান্যরা।