আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের ৪’নং আসনের বাম প্রার্থী বাদল শীল শনিবার জিবি হাসপাতালে প্রয়াত হয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র দাখিল করে দক্ষিণ ত্রিপুরা রাজনগরে চোত্তাখলায় নিজ বাড়িতে যান
প্রয়াত বাদল শীল। তারপর কিছু কাজে চোত্তাখলা বাজারে দোকানে আসলে ওনাকে দুষ্কৃতীরা টেনে নিয়ে দা দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। গুরুতর আহত বাদল শিলকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার বিকালে বাদল শীল শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত বাদল শিলের স্মৃতির প্রতি গভীর শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ এবং একই সাথে বাদল শিলের হত্যাকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায় সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ।