আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || আসন্ন শারদীয় দূৃর্গা পূজোকে সামনে রেখে রাজধানীর অরুন্ধতী নগর কনফারেন্স হলে আগরতলা শহর দক্ষিণ অঞ্চলের ক্লাবগুলিকে নিয়ে রবিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ ট্রাফিক ও বিদ্যুৎ দপ্তরে কর্মীরা।