স্ব-সহায়ক দলের সদস্যদের জন্য ওয়ার্কিং সেডঘর নির্মান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ অক্টোবর || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রর উন্নয়নের মূল কারিগড় হিসেবে কাজ করছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। শুধুমাত্র ভাষনে নয় সকল উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়িত করে দেখাচ্ছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। নির্বাচনের পূর্বে যেসকল পতিশ্রুতি প্রদান করছেন তা বাস্তবায়িত করে দেখাচ্ছেন মন্ত্রী। জোলাইবাড়ীবাসীর সুখে দুঃখে প্রতিনিয়ত পাশে দাঁড়াচ্ছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। বর্তমান সময়ে রাজ্য সরকার মহিলাদের শশক্তিকরণে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকারের উন্নয়ণমূলক কর্মসূচীগুলি লোকজনদের কাছে পৌঁছে দিয়ে রাজ্য সরকারের চিন্তা ভাবনাকে সফল করতে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া কাজ করে যাচ্ছেন।
এরইমধ্যে মহিলাদের শশক্তিকরণ করার লক্ষ্যে মন্ত্রীর প্রচেষ্টায় জোলাইবাড়ী ব্লকে ২৪ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যায় করে স্ব-সহায়ক দলের সদস্যদের জন্য ওয়ার্কিং সেডঘর নির্মান করা হয়।  এই কাজের দায়িত্ব দেওয়া হয় ব্লকের ইঞ্জিনিয়ার কৃষ্ণ কুমার দাসকে। ইঞ্জিনিয়ার কৃষ্ণ কুমার দাস কাজের দায়িত্ব পেয়ে দ্রুততার সহিত কাজের গুনগতমান বজায় রেখে কাজের সমাপ্তি করেছে।
মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়ার্কিং সেড ঘরের শুভসূচনা করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এই উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। তার পাশাপাশি গুনগতমান বজায় রেখে কাজটি করার জন্য ইঞ্জীনিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*