সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ অক্টোবর || পুজোর প্রাক মূহুর্তে মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। প্রায় অর্ধ কোটি টাকার নিসিদ্ধ কফ সিরাপ সহ গাড়ি এবং চালকে আটক করল পুলিশ।
ঘটনা বৃহস্পতিবার সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থনাধীন জাতীয় সড়কে ৪১ মেইল এলাকায় নাকা পয়েন্টে। ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানার বড়বাবু গৌতম দেববর্মার কাছে গোপন সূত্রে খবর আসে NL01 AF 6187 নাম্বারের পাথর বোঝাই ট্রিপার গাড়িতে নিসিদ্ধ কফ সিরাপ নিয়ে রাজধানী আগরতলার উদ্দেশ্যে আসামের দিক থেকে আসছে। সেই মোতাবেক ৪১ মাইল এলাকায় গাড়িটি আসতেই গাড়িটিকে দাঁড় করান। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং ডি সিএম সহ অন্যান্যরা আধিকারিক গন। উনাদের উপস্থিতিতে গাড়িতে তল্লাশী চালিয়ে মোট ৯৯০০ বোতল কফ সিরাফ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। নেশা দ্রব্য গুলোর বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্নলাল সেন। সাথে গাড়িতে থাকা চালক এবং সহ চালককে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে বলেও তিনি জানান।