গোপাল সিং, খোয়াই, ১৫ অক্টোবর || শুভ বিজয়ার সন্ধ্যালগ্নে খোয়াই লালছড়াস্থিত স্বনামধন্য বাঘাযতীন ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণিজন সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই পুর পরিষদের কাউন্সিলার তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযুষ কান্তি চৌধুরী, রাজ্যের প্রবীণ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোপাল সিং, ব্যবসায়ী বিপ্লব দেবনাথ, ক্লাবের স্থায়ী সভাপতি ও পুর পরিষদের কাউন্সিলার উত্তম চক্রবর্তী সহ গুনিজন হিসাবে সম্বর্ধনা প্রদান করা হয় তারাপদ রায় এবং দীপক সাহা। গুণিজনের হাতে স্বারক তুলে দেওয়া হয়। খোয়াই সর্বদাই সংস্কৃতির পীঠস্থান হিসাবে গোটা ত্রিপুরা রাজ্যের বুকে সমাদৃত হয়ে আসছে। কিন্তু যে গুণিজনরা সংস্কৃতির ধারক এবং বাহক তাদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে খোয়াই বাঘাযতীন ক্লাব এক অনন্য নজীর গড়েছে। আগামী দিনে এভাবেই এই ধারা অব্যহত থাকবে বলে বক্তারা নিজেদের অভিমত প্রকাশ করেছেন। এদিকে পুজোর প্রতিটি দিনই ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ বছর ধরেই এই ধারা অব্যহত রেখেছে ক্লাবটি।