আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর || অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে বুধবার আগরতলার প্যালেস কম্পাউন্ডস্থিত কো-অপারেটিভ সোসাইটির অফিস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকারা।