আগরতলা, ২৫ মে ।। সোমবার আগরতলা পুর নিগম এলাকার উত্তর জোনের অন্তর্ভুক্ত নবনির্মিত চারতালা “রাধানগর আবাসন প্রকল্প” –র আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জলন ও ফলক উন্মোচন করে “রাধানগর আবাসন প্রকল্প” –র আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। এর ফলে রাধানগরের ১২৮টি বস্তিবাসী পরিবার
স্থায়ীভাবে এখানে বসবাসের ফ্ল্যাট পেলেন। “রাধানগর আবাসন প্রকল্প” –র উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ভাষন দিতে গিয়ে বলেন, সারা রাজ্যে এক থেকে সোয়া লক্ষ বি পি এল পরিবার রয়েছেন যাদের ঘর নেই, বাড়ী নেই। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০১৮ সালের ৩১ মার্চের মধ্যে তাদের ঘর তৈরী করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। “রাধানগর আবাসন প্রকল্প” –র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরোন্নয়ণ মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল শ্যামল দে সহ অন্যান্যরা।