বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ ফেব্রুয়ারী || শনিবার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে অল ত্রিপুরা এম জি এন রেগা এমপ্লোইস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে দক্ষিন জেলাভিত্তিক প্রথমবারের মতো এক আলোচনাসভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই আলোচনাসভার শুভ সূচনা করলেন দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্ভোধকের পাশাপাশি এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সপ্না মজুমদার, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিন জেলাপরিষদের সদস্য নিতিশ দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি দক্ষিন জেলার সভাপতি দীপায়ন চৌঁধুরী, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ এসোসিয়েশনের রাজ্য ও জেলাস্তরের নেতৃত্বরা।
এদিন এই আলোচনাসভার মাধ্যমে এসোসিয়েশনের সদস্যরা দক্ষিন জেলার ৮টি ব্লকে কর্মরত অবস্থায় থেকে এম জি এন রেগা প্রকল্পের মাধ্যমে কি কি কর্মসূচী করছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্লকে এই কাজে কর্মরত কর্মীদের বিভিন্ন দাবীগুলি সকলের সামনে উপস্থাপন করেন। উনারা বক্ত্যের মাধ্যমে স্বীকার করেনেন বিগত সরকারের তুলনায় বর্তমান রাজ্য সরকারের অধীনে থেকে উনারা বিনা আন্দোলনে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। বর্তমান রাজ্য সরকার উনাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন সুযোগসুবিধা প্রদান করেছে। যেসকল সুযোগ সুবিধা থেকে উনারা বঞ্চিত, সেই সকল সুযোগ সুবিধা পাবার লক্ষ্যে রাজ্য সরকারের নিকট আবেদন করেন। এসোসিয়েশনের কর্মীদের এই আবেদন রাজ্য সরকারের নিকট পৌঁছে দেবার পতিশ্রুতি প্রদান করেন জেলাসভাধিপতি দীপক দত্ত।