জলের অভাবে কৃষি জমি ফেটে চৌচির, ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকরা

সুব্রত দাস, গন্ডাছড়া, ১১ এপ্রিল || চলছে শুকা মরসুম, বৃষ্টির দেখা নেই। জলের অভাবে কৃষি জমি ফেটে চৌচির। ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকরা। ঘটনা, গণ্ডাছড়া মহকুমার অন্তর্গত ত্রিশ কার্ড এলাকায়।
বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জল সেচের ব্যবস্থা করে দেয় কৃষকদের। কিন্তু একাংশ কৃষক এই প্রকল্পের কোন সুবিধা পাচ্ছে না, যার কারণে জলের অভাবে ঐসব কৃষকদের মাথায় হাত, চোখে জল। ঘটনার বিবরণে জানা গেছে, গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ত্রিশ কার্ড এলাকায় ৫০ কানি কৃষি জমির কৃষকরা জলের অভাবে জমিতে চাষ করতে পারছে না। বারবার দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে ও আবেদন জানিয়েছিলেন ঐ এলাকার কৃষকরা জলের জন্য কিন্তু তারপরও জলের কোন সুরাহা হয়নি।
ঐ এলাকার এক কৃষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজুড়ে আবেদন জানান যাতে তাদের জমিতে চাষ করার জন্য জলের ব্যবস্থা করে দেয়। তারা একমাত্র কৃষি করেই সংসার প্রতিপালন করে থাকে। যদি জল না থাকে তাহলে তারা কিভাবে কৃষি কাজ করবে এবং তারা কিভাবে সংসার প্রতিপালন করবে। এ বিষয়ে দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে দপ্তরের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*