বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর || শান্তিরবাজার থানা এলাকায় শব্দবাজী বিক্রির বিরুদ্ধে সোমবার বিশেষ অভিযান চালালো শান্তিরবাজার থানার পুলিশ। দুর্গোৎসব পরবর্তী কোজাগরি লক্ষীপূজার উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন দোকানে বাজি বিক্রি করা হচ্ছিল।
থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ শব্দবাজী বাজেয়াপ্ত করা হয়। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ওসি রাজু দত্ত। তিনি দোকানদার ও সাধারণ মানুষকে শব্দবাজী বিক্রি ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন।
