গোপাল সিং, খোয়াই, ০৭ অক্টোবর || ত্রিপুরার গর্বের মুহূর্ত! “আমার ভারত – জাতীয় সেবা প্রকল্প (NSS)”–এর ২০২২–২৩ বর্ষের রাষ্ট্রপতি পুরস্কার লাভ করলেন রাজ্যের দুই প্রতিনিধিঃ আগরতলার বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও স্কুলের এনএসএস প্রোগ্রাম অফিসার শ্যামল দে, এবং রামঠাকুর কলেজের এনএসএস স্বেচ্ছাসেবক অনুপম দাস।
সোমবার, লক্ষ্মী পূজার দিন, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক গর্বের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও।
দীর্ঘদিন ধরে সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কার্যকলাপে অসামান্য ভূমিকা রেখে আসছেন শিক্ষক শ্যামল দে। স্কুল পর্যায়ে বিভিন্ন সামাজিক সচেতনতা অভিযান, স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, স্যানিটেশন ও শিক্ষা সচেতনতা কর্মসূচি সফলভাবে পরিচালনা করে তিনি এনএসএস কার্যক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর নেতৃত্বে স্কুলের এনএসএস ইউনিট বহুবার জেলা ও রাজ্য পর্যায়ে পুরস্কৃত হয়েছে।
অন্যদিকে, রামঠাকুর কলেজের ছাত্র অনুপম দাস ও জাতীয় স্তরে বিভিন্ন প্রশিক্ষণ ও সমাজকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সমাজের অবহেলিত শ্রেণির উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তাঁর অবদানকে স্বীকৃতি জানিয়েছে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক।
ত্রিপুরা থেকে একসঙ্গে দুই প্রতিনিধির রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তি রাজ্যের শিক্ষা ও সমাজসেবার ইতিহাসে এক উজ্জ্বল সংযোজন বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।
