আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || রবিবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর গোটা দেশজুড়ে শুরু হয়েছে আনন্দোৎসব। সেই আনন্দে সামিল হলো বিজেপির মহিলা মোর্চা। সোমবার রাধানগর বাসস্ট্যান্ডের সামনে মহিলা মোর্চার উদ্যোগে এক আনন্দ উদযাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেব বর্মন এবং বিজেপির প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত। উপস্থিত কর্মীরা পতাকা নাড়িয়ে, মিষ্টি বিতরণ করে এবং দেশাত্মবোধক স্লোগানে মুখরিত করে তোলেন সমগ্র এলাকা।
মহিলা মোর্চার নেত্রীরা বলেন, “ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই জয় প্রত্যেক নারীর গর্বের প্রতীক। এটি দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।”
