আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || ডি ওয়াই এফ আই’র ৪৬’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর মেলারমাঠ সংলগ্ন ছাত্র-যুব ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদ বেদীতে পুষ্পার্পণ করে শ্রদ্ধা জানানো হয় সংগঠনের শহিদদের প্রতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
প্রতিষ্ঠা দিবসে বক্তারা সংগঠনের ঐতিহ্য, আদর্শ ও ভবিষ্যৎ আন্দোলনের দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ডি ওয়াই এফ আই’র সদস্যরা শপথ নেন সমাজ ও দেশের স্বার্থে সংগ্রামের পথ অনুসরণের।
