আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর || সাত দফা দাবির ভিত্তিতে সিপিআই(এম)-এর ডাকে আয়োজিত ব্লক অভিযানকে ঘিরে মঙ্গলবার সাব্রুমে উত্তেজনার সৃষ্টি হয়। মিছিলটি সাব্রুম ব্লক অফিসের দিকে এগোতেই পুলিশি বাধার মুখে পড়ে কর্মী-সমর্থকেরা। এর জেরে পুলিশের সঙ্গে সিপিআই(এম) কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযানের নেতৃত্ব দেন এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
