আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর || রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে শুরু হলো তিনদিনব্যাপী ‘মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালা’। কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ সেতু। সংবাদমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শাসনব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের নাগালের মধ্যে আনা সম্ভব।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। আগামী তিন দিন ধরে এই কর্মশালায় সাংবাদিকদের জন্য নানা প্রশিক্ষণমূলক অধিবেশন অনুষ্ঠিত হবে।
