নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগষ্ট ।। শহরজুড়ে রাজপথে অনেকের জন্যই পথের পাশের ব্যবসায় উদরপূর্ত্তির যোগাযোগ রয়েছে। বুধবার, ফুতপাত হকারদের জীবন জীবিকার স্বার্থে আই. এন. টি. টি. ইউ. সি. অনুমোদিত ত্রিপুরা ফুতপাত হকার্স তৃণমূল কংগ্রেস সমিতি আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন দাবী নিয়ে প্যারাডাইস চৌমুহনীতে ৪ ঘন্টার গণ অবস্থানে বসে। তাদের দাবীগুলোত মধ্যে মূল দাবী হল সুপ্রীম কোর্টের নির্দেশে ষ্ট্রীট ভেনডরস এক্ট, ২০১৪ ইং অবিলম্বে রাজ্যে চালু করা।