দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৫ আগষ্ট ।। প্রত্যেক মাতা পিতাই স্বপ্ন দেখেন ছেলে মেয়েরা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। সন্তান সন্ততিদের লেখাপড়া নিয়ে আজকাল অভিভাবককূলের অনেকেরই সকাল সন্ধ্যা কাটে শিক্ষকের বাড়ীর সামনে। শিক্ষাদানের প্রশ্নে সরকারী শিক্ষক কূল এমুহূর্তে আইনী বেড়াজালে আটকা পড়ে গৃহ শিক্ষকতা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। স্বভাবতই অভিভাবক সমাজ উদ্বিগ্ন ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে। ইতিমধ্যেই সংস্থা গঠন করে আইনের পথে রাস্তা খুঁজতে নেমে পড়েছেন অভিভাবক শ্রেনী। বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টে শুনানীর জন্য উঠার কথা সরকারী শিক্ষকদের গৃহ শিক্ষকতার জট কাহিনী – প্রত্যাশা আর উৎকণ্ঠায় শিক্ষার্থী থেকে মাতা পিতা।