ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের তৃতীয় প্রকাশ্য সমাবেশ উমাকান্ত স্কুলে

citu.jpg1দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ আগষ্ট ।। গোটা উমাকান্ত স্কুলকে লাল মোড়কে ঢেকে দেয়া হয়েছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের তৃতীয় প্রকাশ্য সন্মেলন উপলক্ষ্যে। সন্মেলনে যথারীতি তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের। নেতৃবৃন্দ আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মোদী সরকারের ভূমিকাকে ক্টাক্ষ করে তুলোধুনো করেছেন। কেন্দ্রীয় সরকারের একের পর এক অনৈতিক অবিবেচক সিন্ধান্তের ফলে দেশজুড়ে নেমে এসেছে অন্ধকার। বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্তে সামাজিক বিভিন্ন প্রকল্প সহ জনকল্যাণ মূলক প্রকল্পে অর্থ ছাটাইয়ের উদাহরনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পারদের প্রসঙ্গ তুলে ধরে আগামী দিনে সংঘবদ্ধ ভূমিকার আহ্বান জানান। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ছাঁটাইয়ের ফলে অঙ্গনওয়াড়ীর সঙ্গে যুক্ত কর্মীরাও শঙ্কিত বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। উমাকান্ত স্কুলে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের তৃতীয় প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন CITU এর সভাপতি তথা বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ CITU এর নেতৃবৃন্দ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*