পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ২৮ আগষ্ট ।। বৃহস্পতিবার তেলিয়ামুড়া পুর পরিষদের উন্নয়নের স্বার্থে ১০ দফা দাবীর সমর্থনে DYFI তেলিয়ামুড়া অঞ্চল কমিটির তরফে একটি মিছিল সংঘঠিত হয়। ঐদিন বিকেলে CPI(M) তেলিয়ামুড়া পার্টি অফিসের সামনে থেকে মিছিল করে জমায়েত হয় পুরনো মটরস্ট্যান্ড প্রাঙ্গনে। তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫টি ওয়ার্ড এলাকার উন্নয়নের স্বার্থে এই সুসজ্জিত মিছিলে পা মেলান DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, বিভাগীয় সম্পাদক শংকর দেবনাথ, বিভাগীয় সভাপতি অমরেশ চৌধুরী, অঞ্চল সম্পাদক অজিত দেব সহ আরো অনেকে। মিছিল থেকে ৬ জনের এক প্রতিনিধি দল দাবী সনদের প্রতিলিপি নিয়ে চ্যায়ারম্যানের নিকট ডেপুটেশান প্রদান করে।