ভারত সফরের আগেই কোহলিকে হুমকি দিল দক্ষিণ আফ্রিকা

khখেলাধুলা ডেস্ক ।। আগামী নভেম্বরে চার টেস্ট গান্ধী-ম্যান্ডেলা সিরিজ খেলতে ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল৷ সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে। চার টেস্টের সিরিজ ছাড়াও পাঁচটি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে প্রোটিয়ারা৷ সফরে ভারতকে বধ করার জন্য বিশেষকিছু পরিকল্পনা নিয়ে তারা। তাই ভারত সফরের আগেই বিরাট ভারতীয় দলকে হুমকি দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
ভারত সফরে জন্য বিশেষজ্ঞ স্পিনারকে অন্তর্ভুক্ত করে ইতিমধ্যে ১৫ সদস্যর দল ঘোষণা করেছে প্রোটিয়া বোর্ড। ঘোষিত স্কোয়ার্ডে কিছু চমক রেখেছে হাশিম আমলার দল। সেই চমকই ভারত বধ করা সহজ হবে বলে মনে করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক আহ্বায়ক লিন্ডা জনডি।
নির্বাচক লিন্ডা জনডি জানান, ভারত সফরে আমরা কোমর বেঁধে মাঠে নামব৷ তাই সব রকম অপশন খোলা রাখতে চাই৷ প্রয়োজনে হাত ঘোরাবে জেপি ডুমিনি৷ এটা ভালো খবর ইমরান ও ড্যানে দলে ফিরেছে৷ শ্রীলঙ্কা সফরে দলের সেরা স্পিনার ছিলেন ইমরান৷ অভিজ্ঞ লেগ-স্পিনার তাহিরের পাশাপাশি দলে ফিরেছেন ড্যানে পিয়েডট৷ দলে এসেছেন নবাগত সাইমন হারমার৷ ডেল স্টেইন ও মর্নি মর্কেলের পেস আক্রমণের পাশাপাশি তিন স্পিনার নিয়ে বিরাট কোহলিদের বিরুদ্ধে লড়াই দিতে তৈরি আমাদের প্রোটিয়া বাহিনী৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*