দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ।। দুঃখ বিনাশিনী, দশভূজা দেবী দূর্গার মর্ত্ত্যে আগমনে আনন্দ উৎসবে মেতে উঠবে মানুষ সেই প্রস্তুতি বহু আগেই শুরু হয়েছে। মায়ের আগমনে মানুষের মন যেমন নব আনন্দে জেগে উঠে তেমনি ভাবে প্রকৃতি তার মোহময়ী রুপে উদ্ভাসিত হয়। এ মুহূর্তে প্রকৃতি পরিবেশের অন্তরালে স্পষ্টতই অনুভূত হচ্ছে অন্যরকম মাদকতা। কাশবনে কাশ দোল খাচ্ছে বাতাসের তালে তালে, সকালে বনবীথিতলে সহস্র শিউলীর ঝরা ছবি, পাতায় পাতায় বিন্দু বিন্দু শিশির – সব প্রতীক্ষায় মায়ের আগমনের।