যন্ত্র ঠিক আছে তো?

Amc.jpg7দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ ডিসেম্বর ।। ভারতীয় গনতান্ত্রীক শাসন ব্যবস্থায় নির্বাচন উপলক্ষ্যে বহু আগে থেকেই শুরু হয়েছে বৈদ্যুতিন যন্ত্রে ভোট দান – যার সাবেকী নাম Electronic Voting Machine (EVM). রাজ্যের ভোটে EVM নির্বাচকদের কাছে চেনা হলেও যারা প্রথম ভোট দান করে থাকেন তাদের জন্য EVM অন্যরকম উন্মাদনার বস্তু। উমাকান্ত স্কুলে মঙ্গলবার দেখা গেছে ভোট কর্মীরা অন্তিম প্রহরে দেখে নিচ্ছেন EVM যন্ত্র ঠিক আছে কিনা। EVM-র বোতাম টিপেই আরো এক ছোট মাপের গনতন্ত্রের যুদ্ধের প্রতীক্ষায় ত্রিপুরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*