দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৮ ডিসেম্বর ।। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র প্রতিবাদনে শীত, গ্রীষ্মে বেশ কয়েকবার মিলনচক্রের বিবর্ণ পথের কাহিনী সংবাদ হয়ে প্রচার হয়েছে। আগরতলা থেকে দক্ষিন ত্রিপুরাগামী এই জাতীয় সড়কের গুরুত্ব অপরিসীম বলাই বাহুল্য। বিশেষ করে মিলনচক্রের বুক চিড়ে দক্ষিনগামী এই পথের দুর্দশা গ্রস্থ দৃশ্য আর মানুষের ভোগান্তির কথা এই অঞ্চলের মানুষের প্রত্যেকেরই জানা আছে। কথায় বলে PREVENTION IS BETTER THAN CURE – এই হিসেবে মিলন চক্রের পথের চিকিৎসা হয়নি ফলে এই রোগে বহুবার সারাই এর প্রক্রিয়ার সবটাই জলে গেছে। উপলব্ধি হয়েছে সংশ্লিষ্ট পথ সারাইয়ের দপ্তরের এমনটাই ভাবছেন মিলনচক্র এলাকার মানুষ। পথ সংস্কার পর্বে এবার যে তৎপরতা দেখা যাচ্ছে তাতে তাতে বেলচা, কোদাল, শ্রমিক, রোলারের ব্যস্ততার সঙ্গে মেরামতির ছবিতে মনে হচ্ছে মিলনচক্র সন্নিহিত পথ এবার দীর্ঘদিনের জন্য রোগমুক্ত রাখার প্রয়াস নেয়া হয়েছে।