দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৮ ডিসেম্বর ।। আগরতলা পুর নিগমের নির্বাচনের সব শেষ স্কোর ছিল ৪৫-৪। বিশেষ করে বামফ্রন্ট বেশ কিছু আসনে নতুন মুখের আমদানী করেছিল। তখন থেকেই শহরে গুঞ্জন শুরু হয় – ভোট পরবর্তীতে বামফ্রন্ট AMC তে নতুন চমক দেয় কিনা। চলমান আগরতলার দ্রুত অগ্রগতির কথা বলেই বামফ্রন্ট ক্ষমতায় আসীন হয়েছে ফলে শহরবাসী অপেক্ষায় ছিলেন আগরতলা পুর নিগমের শীর্ষ পদাধীকারীদের আসনে নতুন মুখের প্রত্যাবর্তন হয় কিনা। পরিবর্তনের প্রশ্নে জনমানসে কল্পিত কাহিনীতে অনেকেরই নাম শোনা গেছে মানুষের মুখে। বৃহস্পতিবার, সব জল্পনা কল্পনার হিসেবের শেষ হয়েছে মেলারমাঠে CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধরের সাংবাদিক সন্মেলনের মধ্য দিয়ে। আগরতলা পুর নিগমের ৪৯ এ ৪৫ আসনে বিজয় হলেও মেয়র এবং ডেপুটি মেয়রের পদে যথাক্রমে ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং সমর চক্রবর্তীকেই দায়িত্ব দেয়া হচ্ছে। ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং সমর চক্রবর্তীর পুনরায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নবীন মুখের বিজয়ীদের আগামীর পাঠদান পর্বের সূচনা পর্ব বলেই ধরা নেয়া যেতে পারে।