নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী ।। ফটিকরায়ে নতুন ব্লক স্থাপন, কৈলাশহর বিমানবন্দর সম্প্রসারনের জন্য অবিলম্বে জমি আধিগ্রহন, ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন সহ ২০ দফা দাবী আদায়ে বন্ধ ডাকল কংগ্রেস। সোমবার ২০ দফা দাবী নিয়ে ধলাই, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলায় ১২ ঘন্টার বন্ধ পালন করল কংগ্রেস। ২০ দফা দাবীতে কংগ্রেস আহুত এই বন্ধে স্কুল, কলেজ, দোকান পাট বন্ধ ছিল, পথ ঘাট ছিল শূনশান। কর্মনাশা বন্ধের প্রভাব পরে বহিঃরাজ্য থেকে আসা যাত্রীবাহী নাইট সুপার এবং পণ্যবাহী লড়ি গুলোর উপর।