গোপাল সিং, খোয়াই, ১৮ জানুয়ারী ।। গত দুই দিনে দুটি পৃথক বাইক দূর্ঘটনায় প্রান হারালো দুজন। শনিবার ছনখলা এলাকাতে বাইক দূর্ঘটনায় গুরুতর জখম হন ষাট উর্দ্ধ বৃদ্ধ পারেন্দ্র দেববর্মা নামে এক উপজাতি ব্যাক্তি। তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে রবিবার বিকেল ৫টা নাগাদ ছনখলা সংলগ্ন সেংক্রাই বাড়ীতে নিয়ন্ত্রনহীন বাইক চালানোর ফলে দূর্ঘটনাগ্রস্থ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় এক যুবক। মৃত যুবকের নাম গোপাল দেববর্মা, বয়স ২৬। অপরদিকে বাইকে থাকা অপর যুবক গুরুতর জখম হয়।
জখম যুবকের নাম মানস দেববর্মা, বয়স আনুমানিক ১৯ বছর। তারা সম্পর্কে দু-ভাই এবং দুজনেই মদমত্ত অবস্থায় ছিল। বাইজালবাড়ী ফাঁড়ি থানার ওসি অজিত দেববর্মা জানান, TR06-6326 নম্বরের বাইক নিয়ে গোপাল ও মানস বাইজালবাড়ী থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রচন্ড গতিতে বাইজালবাড়ী থেকে ছনখলা পেরিয়ে সেংক্রাইবাড়ী এলাকায় একটি বাক নিতে গিয়ে বাইকটি হঠাৎ উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপাল দেববর্মার। গুরুতর জখম অবস্থায় মানস দেববর্মাকে জিবি স্থানান্তরিত করা হয়েছে। দূর্ঘটনার সময় পুলিশ বাবুরা বাইক তল্লাশী অভিযানে ছিলেন। বাইক ধরার নামে বিভিষিকাময় পরিস্থিতি শুধু মাত্র পকেট ভারি করার জন্যই। তল্লাশি অভিযান কেবলমাত্র লোক দেখানো। অভিযোগ স্থানীয় উপজাতি জনসাধারনের। হয়তো এই তল্লাশী অভিযান দেখেই যুবকটি বাইকের গতি বাড়িয়ে নেয়। আর তাতেই ঘটে বিপত্তি। যদি রুটিন মাফিক এই তল্লাশী অভিযান চলতো, তবে তবে সবারই মঙ্গল হতো। যদিও দূর্ঘটনাগ্রস্থ যুবকরা তখন মদমত্ত অবস্থায় থাকায় এই পরিনতি।