আন্তর্জাতিক ডেস্ক ।। চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
বৃটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, জিয়াঞ্জি প্রদেশের শানগারোতে এ ঘটনায় ৫৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, হংশেং আতশবাজি কারখানায় বিস্ফোরণের ফলে আশপাশের বাড়িঘরের দরজা-জানালা ভেঙে গেছে এবং এলাকাটি থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। মাত্র এক সপ্তাহ আগেই দেশটির হেনান প্রদেশের এক কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন।
প্রসঙ্গত, চীনের শিল্পখাতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে দেশটির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি চীনের নতুন বছরকে সামনে রেখে আতশবাজির চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে কারখানাগুলোতে ব্যাপক চাপ রয়েছে।
