মায়ের দায়ের কুপে জখম মেয়ে

khwগোপাল সিং, খোয়াই, ০৩ ফেব্রুয়ারী ।। সৎ মায়ের দায়ের কুপে গুরুতর জখম মেয়ে। ঘটনা খোয়াইয়ের বনকর স্থিত বাঁধের পার বস্তি এলাকায়। ঘটনার বিবরন দিতে গিয়ে ভারাক্রান্ত গলায় অপর্না দাস নামে জখম কিশোরী জানালো, সৎ মা পুতুল দাস তারা ভাই-বোনের জীবনকে দূর্বিসহ করে তুলছিল। তাই তারা ভাই-বোন বর্তমানে আগরতলায় বসবাস করছে। অপর্না বছর একবার খোয়াইতে আসে বাবার সাথে দেখা করতে। তাতেও আপত্তি সৎ মায়ের। এরই মধ্যে ৪ দিনের জন্য অপর্না বাড়িতে এসেছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় শীতের মধ্যে সাধারন একটা কম্বল গায়ে জড়ানোর নামে সৎ মায়ের সাথে বাকবিতন্ডা শুরু হয় অপর্নার। তারপরই ক্ষোব্ধ হয়ে সৎ মা পুতুল দাস প্রথমে মেয়ে অপর্নাকে বুকে লাথি মেরে বিছানায় ফেলে দেয়। তারপর ঘরে মজুত ধারালো দা দিয়ে অপর্নার মাথায় কুপ বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় অপর্নাকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আপাতত তার চিকিৎসা চলছে হাসপাতালেই। প্রাথমিক চিকিৎসার পর অপর্না জানায় গোটা ঘটনাটি জাননো হয়েছে রাজধানীতে থাকা তার ভাইকে। সে হয়তো বৃহস্পতিবারই খোয়াই পৌছে যাবে। যদিও ঘটনার সময় বাড়ীতে ছিলেন না পিতা বলরাম দাস। তিনি সকালে কাজের সন্ধানে বের হয়ে রাতেই বাড়ি ফিরেন। সৎ মায়ের এধরনের ভূমিকায় ছি:ছি: রব খোয়াইজুরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*