নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ।। ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (H.B.Road) সদর বিভাগীয় কমিটির শারীর শিক্ষক কনভেনশন অনুষ্ঠিত হয়। রবিবার, সদর ডুকলী পঞ্চায়েত সমিতি হলে এক অনুষ্ঠানে এই কনভেনশনের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী। ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতির শারীর শিক্ষক কনভেনশনে বিভিন্ন বিদ্যালয়ের শারীর শিক্ষকরা উপস্থিত ছিলেন।