জীবনের ৯ দশক পেরিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ

lzআন্তর্জাতিক ডেস্ক ।। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন আজ। জীবনের নয়টি দশক তিনি পার করেছেন মহা আড়ম্বরে। তাই ৯০তম জন্মবার্ষিকী যে দেশজুড়ে বিপুল আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে, সে আর নতুন কী! রানীর ৯০তম জন্মদিন পালনে মেতে উঠেছে গোটা যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সবগুলো রাজধানী নগরী তোপধ্বনির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছে। উইন্ডসরে তাকে শুভেচ্ছা জানাতে রাজপথে আনন্দে মেতে উঠেছেন অসংখ্য মানুষ। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। প্রিন্স অব ওয়েলস চার্লস মায়ের জন্মদিন উপলক্ষে এক বিশেষ বেতার সম্প্রচারে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি উইলিয়াম শেক্সপিয়ারের ‘হেনরি এইট’ থেকে কিছু উদ্ধৃতি সামান্য পরিবর্তন করে পড়ে শুনিয়েছেন মায়ের জন্য। ১৯ বছর আগে পুত্রবধু প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার মৃত্যুর পর তার দুই কিশোর সন্তানকে যেভাবে সামলেছেন তিনি, সেজন্য দাদির প্রতি জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন যোগ্য উত্তরসূরী ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। এছাড়া জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলিজাবেথ। ৬৩ বছরেরও বেশি সময় ধরে দেশ শাসন করে ইতিহাসে নাম লিখিয়েছেন রানী এলিজাবেথ।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*