নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ।। মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। মঙ্গলবার দুপুরে মহাকরণে মূখ্যমন্ত্রীর কার্যালয়ে লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন সাক্ষাৎকার করেন। সাক্ষাৎকার পর্বে লোকসভার অধ্যক্ষ মূখ্যমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন। মূখ্যমন্ত্রীও লোকসভার অধ্যক্ষ এবং লোকসভার সেক্রেটারি জেনারেলের হাতে স্মারক উপহার তুলে দেন। উল্লেখ্য, আগরতলায় মঙ্গলবার শুরু হয়েছে দু’দিন ব্যাপী ১৫তম বার্ষিক উত্তর-পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের কনফারেন্স। সেই উপলক্ষ্যেই লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের ত্রিপুরায় প্রথমবারের কতো আসা। মহাকরণে মূখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের সময় লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের সাথে উপস্থিত ছিলেন লোকসভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র এবং লোকসভা ও রাজ্যসভার পদস্থ আধিকারিকরা।