দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩১ মে ।। সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতায় গোটা উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক বিকাশকে মূল বিষয় হিসেবে রেখে আগরতলায় মঙ্গলবার শুরু হয়েছে দু’দিন ব্যাপী ১৫তম বার্ষিক উত্তর-পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের কনফারেন্স। উত্তর-পূর্বাঞ্চল তথা ভারতের সংসদীয় বিষয় সমূহে যুক্ত আধিকারিক, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বিধানসভাসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সচিবগণ উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভায়। লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন উদ্বোধক হিসেবে প্রদীপ প্রজ্বলন করে কনফারেন্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সচিবগণ, পরিষদীয় মন্ত্রী এবং কয়েকজন লোকসভা ও রাজ্যসভার সদস্য সদস্যা এবং বিধানসভার সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধকের ভাষণে লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেছেন। উত্তর পূর্বের পাহাড়ী অঞ্চলের সামগ্রিক উন্নয়নের সমস্যা নিয়ে সুমিত্রা মহাজন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানানোর পাশাওপাশি ত্রিপুরার মূখ্যমন্ত্রীর স্বচ্ছতা ও ক্লিন ইমেজের প্রসঙ্গ উত্থাপন করেন।
রাজ্যের মূখ্যমন্ত্রী তাঁর ভাষণে গোটা উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের সমস্যার প্রতি বিশেষ জোর দিয়ে বলেন, উত্তর-পূর্বাঞ্চলের বিদ্যুৎ, সড়ক, শিল্পের সমৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থের ক্ষেত্রে পিছিয়ে থাকার ক্ষেত্রে চলতি কনফারেন্সে ভূমিকা রাখতে পারে।