গোপাল সিং, খোয়াই, ১৪ জুলাই ।। কমলপুর থেকে নিখোঁজ নাবালিকা উদ্ধার হল খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়ার চেরমা এলাকা থেকে। গত ১২ জুলাই সন্ধ্যায় কমলপুরের কলাছড়ি এলাকার ১৫ বছরের এক নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ১২ জুলাই রাতেই নিখোঁজ নাবালিকার পরিবারের লোকেরা কমলপুর থানায় নাবালিকার নিখোঁজ ডাইরী করে। পুলিশ ১২ জুলাই রাতে বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়েও কোন খোঁজ পায়নি নাবালিকার। ঘটনার পরদিন অর্থ্যাৎ ১৩ জুলাই, নাবালিকার পরিবারের কাছে খবর আসে খোয়াইয়ের উত্তর সিঙ্গিছড়ার চেরমা নিবাসী উৎপল দাস নামে এক যুবকের সাথে যোগাযোগ ছিল মেয়ের। পরিবারের প্রাথমিক ধারনা ছিল তাদের নিখোঁজ মেয়ের সন্ধান খোয়াইয়ের চেরমা এলাকাতেই মিলবে। আর এই সন্দেহমুলেই যোগাযোগ স্থাপন করা হয় খোয়াই থানার সাথে। খোয়াই থানার পুলিশ ১৩ জুলাই থেকেই কমলপুরের নিখোঁজ নাবালিকার সন্ধানে নামে। খোয়াই থানার পুলিশ বুধবার থেকে এ্ই নাবালিকার খোঁজ চালায় এবং বৃহস্পতিবার তার সন্ধান পায়। নিখোঁজ নাবালিকার পরিবারের দেওয়া তথ্য মতোই তাকে উদ্ধার করা হয় খোয়াইয়ের উত্তর সিঙ্গিছড়ার চেরাম থেকে। পরবর্তী সময় নাবালিকা উদ্ধারের খবর দেওয়া হয় কমলপুর থানায়। খবর পেয়ে কমলপুর থানা থেকে দুই এস.আই নিভা সিনহা এবং কিরন সাহা সহ পুলিশ বাহিনী ছুটে আসে খোয়াই থানায়। উদ্ধার হওয়া নাবালিকাকে কমলপুর থানার পুলিশের হাতে তোলে দেয় খোয়াই থানার পুলিশ। স্বস্তির নি:শ্বাস নাবালিকার পরিবারের।