নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট ।। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদের উদ্যোগে আয়োজিত অলিম্পিয়ান দীপা কর্মকার ও কোচ বিশ্বশ্বর নন্দীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার। স্বামী বিবেকানন্দ ময়দানে সংবর্ধনা অনুষ্ঠানে দীপার সাফল্য উপলক্ষ্যে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার ২৩শে আগষ্ট (মঙ্গলবার)রাজ্য সরকারের সমস্ত স্কুল ও কলেজ ছুটি ঘোষনা করেছেন। পাশাপাশি রাজ্য সরকার দীপার এই সাফল্যের জন্য দীপাকে পদন্নোতি দিয়ে এসিস্টেন্ট ডিরেক্টর এবং বিশ্বশ্বর নন্দীকে পদন্নোতি দিয়ে ডেপুটি ডিরেক্টর পদ দিয়েছেন।