অবিবাহিত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় রামদেবকে ভিসা দিতে অস্বীকার করেছিল আমেরিকা

ramdevজাতীয় ডেস্ক ।।  ৪,৫০০ কোটি টাকার পতঞ্জলি গ্রুপের প্রধান যোগগুরু রামদেব। কিন্তু তাঁকেই একবার ভিসা দেয়নি আমেরিকা। কারণ, তিনি অবিবাহিত এবং তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। পরে অবশ্য যখন রাষ্ট্রপুঞ্জে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল তখন  তাঁকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ১০ বছরের ভিসা মঞ্জুর হয়েছিল। মধ্যপ্রদেশের ইন্দওরে গ্লোবাল ইনভেস্টর সামিটে এ কথা জানিয়েছেন রামদেব। রামদেব বলেছেন, ভিসা মঞ্জুর না হওয়ার কারণ তিনি জানতে চেয়েছিলেন। এর উত্তরে জানানো হয়েছিল, তিনি অবিবাহিত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। তাঁর এখনও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন রামদেব। এই কারণ শুনে রামদেব জানিয়েছিলেন যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তাঁর বিয়ে করার তো কোনও সম্ভাবনাও নেই। এরপরও আমেরিকা তাঁকে ভিসা দেয়নি। যদিও তিনি ভিসার জন্য কত সালে আবেদন জানিয়েছিলেন, তা রামদেব বলেননি। ইন্দওরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, শিল্পপতি অনিল আম্বানি, গোপীচাঁদ হিন্দুজা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। রামদেব আধ্যাত্মিক নেতাদের বিশ্ব নাগরিক হিসেবে উল্লেখ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*