ফের ৩ দিন বাড়ল পুরনো ৫০০ ও ১০০০ নোটের সময়সীমা

mnজাতীয় ডেস্ক ।। পুরনো নোট বাতিলের পর বাজারে নতুন নতুন নোট অমিলের জের। ফের বাড়ল পুরনো ৫০০ ও ১০০০ নোটের সময়সীমা। সরকারি হাসপাতাল থেকে রেলের মতো কয়েকটি ক্ষেত্রে শুক্রবার রাত বারোটা পর্যন্ত পাঁচশো ও হাজারোর নোট ব্যবহার করা যাবে বলে গত মঙ্গলবার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই সময়সীমা আরও বাড়ানো হল। সংবাদসংস্থা সূত্রে খবর, সরকারি হাসপাতাল, ওষুধের দোকান, রেলের কাউন্টার, বিমানের টিকিট,পেট্রোল পাম্প, জলের কর, বিদ্যুতের মাশুলের মতো পাবলিক ইউটিলিটি বিল দেওয়ার ক্ষেত্রে অচল পাঁচশো ও হাজারের নোট আরও তিন দিন ব্যবহার করা যাবে। অর্থাৎ, আগামী ১৪ তারিখ মধ্যরাত পর্যন্ত এই সুবিধা মিলবে। একইভাবে ছাড়ের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে টোল-প্লাজার ক্ষেত্রেও। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সোমবার রাত ১২টা পর্যন্ত কোনও জাতীয় সড়কে টোল ট্যাক্স দিতে হবে না। যদিও, সরকার এ-ও জানিয়ে দিয়েছে, পুরনো নোট ব্যবহার করে কোনও সরকারি পরিষেবার বিল আগাম দেওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি মনে করেন, সরকারি কর, জল বা বিদ্যুতের বিল আগাম জমা দেবেন, তা সম্ভব নয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*