গোপাল সিং, খোয়াই, ১১ নভেম্বর ।। খোয়াই থানার ওসি’র রদবদল। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী অন্তত এমনই চিত্র ফুটে উঠছে। ইতিমধ্যে খোয়াই এর উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রশাসনিক বিভিন্ন কর্মচারীদের বিরুদ্ধে নাকি নানান অভিযোগ দায়ের করা হচ্ছে ! কোন দলই কর্মচারীদের অবৈজ্ঞানিক কাজের শিকার হতে চান না। তার মধ্যে ভাল কর্মচারীও নির্বাচন কমিশনের কাছে দায়ের করা অভিযোগরে শিকার। খোয়াই থানার ওসি শান্তিরঞ্জন ভূঁইয়া বর্তমানে খোয়াই থানার দায়িত্ব নেবার পর কাজ ভালই করছিলেন। খোয়াই থানায় ক্রাইমের ঘটনাগুলি অনেকটা কমিয়ে এনে ছিলেন। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবরে জানা যায়, বামফ্রন্টের দায়ের করা অভিযোগেই নাকি ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার শুনা যাচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে এসপি বা এসডিপিও’র সাথে উনার মনোমালিন্য চলছিল এবং বিরোধী রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করার অভিযোগও শোনা যাচ্ছে। সব মিলিয়ে খোয়াই প্রশাসনিক স্তরে নানান চিন্তায় কর্মচারীরা। কিছু সরকারী কর্মচারীদের নির্বাচনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের ছবি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।