সম্পন্ন হল খোয়াই কেন্দ্রে উপনির্বাচনে ইভিএম কমিশনিং

evm evm-jpg1গোপাল সিং, খোয়াই, ১১  নভেম্বর ।। খোয়াই কেন্দ্রে উপনির্বাচনে ইভিএম কমিশনিং সম্পন্ন হয়েছে। শুক্রবার অফিসটিলা স্থিত কাউন্টিং হলে ৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রিটার্নিং অফিসার প্রসূন দে’র উপস্থিতিতে ইভিএম কমিশনিং সম্পন্ন হয়। মোট ৬০টি ইভিএম ২৫-খোয়াই কেন্দ্রের উপনির্বাচনের জন্য এসেছে। এর মধ্যে ৫২টি ইভিএম ভোটগ্রহন কেন্দ্রে পাঠানো হবে। বাকি ৮টি অতিরিক্ত হিসাবে থাকবে। খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার প্রসূন দে জানিয়েছেন, ইভিএম কমিশনিংয়ের সময় সবক’টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইভিএমগুলি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কড়া নজরদারিতে খোয়াই অফিসটিলাস্থিত কাউন্টিং হলে রয়েছে। উল্লেখ্য, ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি চলছে। সম্পন্ন হয়েছে ইভিএম কমিশনিং এর কাজ। খোয়াই বিধানসভা কেন্দ্রে ৫২টি পোলিং স্টেশন রয়েছে। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৯,৬৩৩ জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*