বিজেপি’র পতাকা তলে এলেন ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের বহু পরিবার

bjp bjp-jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ।। আগামী ১৯ নভেম্বর, ২০১৬ ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষনার পর থেকেই রাজনৈতিকদলগুলো মাঠে নেমে পড়েন। উভয় নির্বাচনী কেন্দ্রেই বিজেপি’র পক্ষে প্রবল জনমত পরিলক্ষিত হচ্ছে। শুক্রবার ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের ৪৩নং বুথের স্থানীয় সি পি আই (এম) নেতা স্বপন সাহা বিজেপি’তে যোগদান করেন। তিনি পূর্বে সি পি আই (এম) যুব সংগঠনের অঞ্চল সভাপতি এবং সি পি আই (এম) অঞ্চল কমিটির সক্রিয় সদস্য ছিলেন। বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব উনার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেন।
পাশাপাশি বৃহস্পতিবার ৪-বরজলা বিধানসভা কেন্দ্রে ৪৮টি বুথের মধ্যে ৩৬টি বুথে একসাথে বুথ মিটিং অনুষ্ঠিত হয়। বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে প্রতিটি মিটিং-এ বুথ এলাকার প্রচুর সংখ্যক কংগ্রেস, তৃণমূল এবং সি পি আই (এম) এর ৫৭৩টি পরিবার বিজেপি’তে যোগদান করেন এবং পরিবর্তনের অঙ্গীকার গ্রহন করেন। রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শিষ্ট মোহন দাস প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করেন। প্রতিটি বুথ মিটিং-এর তদারকিতে ছিলেন রাজ্য সহ-সভাপতি রামপ্রসাদ পাল, রাজ্য সাধারন সম্পাদক রাজীব ভট্টাচার্য, সাধারন সম্পাদিকা প্রতিমা ভৌমিক, সম্পাদক তাপস মজুমদার এবং উপনির্বাচনের জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত বুথ ইনচার্জ যাদবলাল দেবনাথ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*