

পাশাপাশি বৃহস্পতিবার ৪-বরজলা বিধানসভা কেন্দ্রে ৪৮টি বুথের মধ্যে ৩৬টি বুথে একসাথে বুথ মিটিং অনুষ্ঠিত হয়। বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে প্রতিটি মিটিং-এ বুথ এলাকার প্রচুর সংখ্যক কংগ্রেস, তৃণমূল এবং সি পি আই (এম) এর ৫৭৩টি পরিবার বিজেপি’তে যোগদান করেন এবং পরিবর্তনের অঙ্গীকার গ্রহন করেন। রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং ৪-বরজলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শিষ্ট মোহন দাস প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করেন। প্রতিটি বুথ মিটিং-এর তদারকিতে ছিলেন রাজ্য সহ-সভাপতি রামপ্রসাদ পাল, রাজ্য সাধারন সম্পাদক রাজীব ভট্টাচার্য, সাধারন সম্পাদিকা প্রতিমা ভৌমিক, সম্পাদক তাপস মজুমদার এবং উপনির্বাচনের জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত বুথ ইনচার্জ যাদবলাল দেবনাথ।