

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ সদ্য সমাপ্ত ৪-বরজলা ও ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নব নির্বাচিত দুই বিধায়ক শপথ নিলে মঙ্গলবার। ত্রিপুরা বিধানসভার লবিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪-বরজলা (এস সি) বিধানসভার নির্বাচনী ক্ষেত্রের বিজয়ী প্রার্থী ঝুমু সরকার এবং ২৫-খোয়াই বিধানসভার নির্বাচনী ক্ষেত্রের বিজয়ী প্রার্থী বিশ্বজিৎ দত্ত বিধানসভার সদস্য হিসেবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, তাঁর মন্ত্রীসভার সদস্যগণ, বিধায়কগণ, বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, TTAADC-র চেয়ারম্যান ডঃ রঞ্জিৎ দেববর্মা এবং বিধানসভার সদস্য-সদস্যাগণ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।