আগরতলা, ০৬ ডিসেম্বর ৷৷ সিপাহীজলা জেলার অন্তর্গত নবিনগর গ্রাম পঞ্চায়েতে সোমবার ভারতীয় জনতা পার্টির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২৫ পরিবার সিপিআই(এম) দল ত্যাগ করে বিজেপি দলে শামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বিজেপি দলে বরণ করে নেন রাজ্য সম্পাদক শ্রী অমিত রক্ষিত, যুব মোর্চা রাজ্য সভাপতি টিঙ্কু রায়, জেলা বিজেপি সভাপতি অঞ্জন পুরকায়স্থ। ত্রিপুরা প্রদেশ বিজেপি-এর অফিস সম্পাদক স্বপন অধিকারী এক প্রেস রিলিজে এই সংবাদ জানায়।