নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ কালো টাকা উদ্ধার করতে এবং ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনে যে পদক্ষেপ গ্রহন করেছেন তা স্বার্থক করতে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। সোমবার সকালে বিজেপি প্রদেশ কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে শতাধিক মহিলার উপস্থিতিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় আগরতলা এইচ ডি এফ সি ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার চিরঞ্জীব পাঠক ডিজিটাল পদ্ধতিতে দৈনন্দিন খরচ সহ সমস্ত ধরনের লেনদেন ঘরে বসে বা বাজারে গিয়ে কিভাবে মোবাইলের মাধ্যমে করা যায় তার প্রশিক্ষণ দেন। প্রশিক্ষিত মহিলা মোর্চার কর্মকর্তারা বাড়ী বাড়ী গিয়ে বা কোন জনবহুল স্থানে শিবির করে সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেন সম্পর্কে অবহিত করবেন বলে বিজেপি অফিস সূত্রে জানা যায়।
এদিকে বিকেলে বিজেপি প্রদেশ কার্যালয়ে আমেরিকার ইউনিভার্সিটি অব লুইসিয়ানার অর্থনীতির প্রফেসর ডঃ নবেন্দু পাল এক আলোচনা সভায় অংশ গ্রহন করেন। আলোচনা সভায় শহরের বিশিষ্ট বুদ্ধিজীবী সহ প্রায় ২০০ লোকের উপস্থিতিতে ‘Demonitisation-Its advantages in Making future India’ নামক শীর্ষক আলোচনায় অংশগ্রহন করেন এবং কেন Demonitisation প্রয়োজন ছিল তা অত্যান্ত সহজ ভাষায় উদাহরন সহ ব্যাখ্যা করেন এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।