নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর ৷৷ ১৫ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিনে কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট , সমাজবাদী নেতা প্রয়াত ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো ও তামিলনাডুর মূখ্যমন্ত্রী প্রয়াত জয়রাম জয়ললিতার স্মৃতিচারণ করা হয়। এছাড়াও গত ২০ নভেম্বর ভোর রাতে ইন্দোর-পাটনা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় এবং ৬ ডিসেম্বর আলিপুর দুয়ার রেল ডিভিশনের শামুকতলা রোড ষ্টেশনের কাছে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পরিজনদের প্রতি বিধানসভায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করা হয়েছে ও আহত হয়ে যারা চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বিধানসভায় মৃত ব্যাক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে দু’মিনিট নীরবতা পালন করা হয়।