নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর ৷৷ এবছর থেকে আগরতলার শিশুবিহার স্কুলে পুনরায় ছেলে ও মেয়েদের একসঙ্গে লেখাপড়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য। আগেও শিশুবিহার স্কুল কো-এডুকেশন হিসেবে চালু ছিল। কিন্তু এক সময় ছাত্রছাত্রীদের অভিভাবকরা রাজ্য সরকারের কাছে দাবী তুলেছিলেন স্কুলটিকে শুধু ছেলে বা মেয়েদের স্কুল হিসেবে চালু করতে। অভিভাবকদের এই দাবীর পরিপ্রেক্ষিতে তখন শিশুবিহার স্কুলটিকে শুধুমাত্র মেয়েদের স্কুল হিসেবে চালাবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বর্তমান অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের এলামনির দাবীর পরিপ্রেক্ষিতে পুনরায় শিশুবিহার স্কুলকে কো-এডুকেশন স্কুল হিসেবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠকের পর মহাকরণে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।