নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারী ৷৷ রাজ্যের প্রখ্যাত বেহালা বাদক এবং ত্রিপুরা সরকারী সংগীত মহাবিদ্যালয়ের অন্যতম প্রাক্তন অধ্যক্ষ ত্রিপুরেন্দ্র ভৌমিকের মরদেহ বুধবার আগরতলায় আনা হয়। আগরতলা বিমানব বন্দরে মূখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াতের মরদেহে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিমানবন্দর থেকে শচীন দেববর্মণ সরকারী সংগীত মহাবিদ্যালয়ে তাঁর মরদেহ আনা হলে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অধ্যাপকগণ এবং ছাত্রছাত্রীরা পুস্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে রামনগরে নিজ বাসভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার বিশিষ্টজনেরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যুগ্ম অধিকর্তা টি কে চৌধুরী, সহ অধিকর্তা কুমার সিংহ প্রয়াতের মহদেহে পুস্পার্ঘ দিয়ে শেষ শ্রদ্ধা জানান।