৯১ রানে ম্যাচ হারল গণকী দ্বাদশ, জয় পেল বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব

khwগোপাল সিং, খোয়াই, ০৪ জানুয়ারী ৷৷ খোয়াইতে অনুষ্ঠিত অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বুধবারের ম্যাচে গণকী দ্বাদশ ও বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব মুখোমুখি হয়। নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ম্যাচে বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় দুই ওপেনার অভিজিৎ দে ও শুভম বিশ্বাসের ১৩৬ বলে ১৩৫ রানের শতরানের পার্টনারসিপ গড়ে তোলে দলকে বড় স্কোর গড়ার ভীত তৈরী করে। এর মধ্যে ওপেনার অভিজিৎ দে’র অর্ধশতরান ছিল উল্লেখযোগ্য। অভিজিৎ ৭২ বলে ৯টি চারের সাহায্যে ৫৮ রান করে। অন্যদিকে ৭৯ বলে ৪টি চার এর সাহায্যে ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে অপর ওপেনার শুভম বিশ্বাস। দলীয় ওপেনারদের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটসম্যান কুন্তল দেবনাথ ৫৩ বলে ৩টি চার এর সাহায্যে ৩০ রান করে। এছাড়া আর কেউ ক্রীজে বেশিক্ষন দাঁড়াতে পারেনি। নির্ধারিত ৪০ ওভার ৮ উইকেট হারিয়ে ২২১ রান তুলে বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব। যদিও এর মধ্যে অতিরিক্ত রান ছিল ৭৬। গণকী দ্বাদশের পক্ষে সফল বোলার অন্তর শুক্লদাস। মাত্র ২৪ রান দিয়ে সে তুলে নেয় ৫টি উইকেট। ১টি করে উইকেট পায় হৃদয় দাস, জয়ন্ত দেবনাথ ও জয়দ্বীপ দাস। জবাবে ব্যাট করতে নেমে ২৬ ওভার ৫ বল খেলতেই ১০ উইকেটের পতন ঘটে গণকী দ্বাদশের। ১৩০ রানই তুলতে সক্ষম হয় দলের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ৬টি চার ও ২টি ছয় এর সাহায্যে ৪১ রান করে হৃদয় দাস। অপরদিকে সোনাতলা দ্বাদশের পক্ষে সফল বোলার প্রিয়জিৎ দাস। ৩৮ রান খরচ করে প্রিয়জিৎ তুলে নেয় ৩টি মূল্যবান উইকেট। এছাড়া ২টি করে উইকেট পায় শুভম বিশ্বাস, সমরজিৎ পাল ও কুন্তল দেবনাথ। ১টি উইকেট পায় ‍শুভায়ন পাল। আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করে নিমাই শুক্লদাস ও বাপি বিশ্বাস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*