গোপাল সিং, খোয়াই, ০৫ জানুয়ারী ৷৷ ২০১৭ সালের পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে খোয়াই জেলা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার প্রয়াস সভার আয়োজন করা হয়। প্রয়াস সভার বিষয়বস্তু ছিল ‘পুলিশের কাজ হল জনসাধারন এবং পুলিশের মধ্যে সূত্রবন্ধন করা। পুলিশ সপ্তাহ উপলক্ষে ইতিমধ্যে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার খোয়াই টাউন হলে প্রয়াস সভার আয়োজন করা হয়। উক্ত প্রয়াস সভায় এদিন উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, ত্রিপুরা পুলিশ বোর্ডের সদস্য হারাধন দেবনাথ, ডিআইজিপি ইউ.কে.মজুমদার, বিধায়ক মনীন্দ্র দাস, খোয়াই জেলাশাসক অপূর্ব রায়, আগরতলা প্রেসক্লাব সভাপতি সত্যব্রত চক্রবর্তী, পিটিআই চিফ রিপোর্টার জয়ন্ত ভট্টাচার্য্য, ডিডিএম কলেজের অধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্য্য, খোয়াই জেলার এসপি জয়ন্ত চক্রবর্তী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন শিল্পীরা। এরপর প্রয়াস সভায় আলোচনা করতে গিয়ে খোয়াই জেলার এসপি জয়ন্ত চক্রবর্তী বলেন, খোয়াই জেলায় মোট ৩১টি বিট রয়েছে। প্রতিটি বিটেই একজন পুলিশ আধিকারিক রয়েছেন যারা প্রয়াস কর্মসূচী হাতে নিয়েছেন। তাতে ২০১৫ এবং ১৬ এই দুটো বছরের বিশ্লেষন করে দেখা যায়, অপরাধের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে খোয়াই জেলায়। যেখানে ২০১৫ সালে মোট অপরাধের সংখ্যা ছিল ৪০১ সেখানে ২০১৬ সালে তা কমে দাঁড়িয়েছে ২৮৭ তে। এভারেজ ক্রাইম কমেছে ৩৯%। বর্তমান সময়ে মহিলা সংক্রান্ত ঘটনা এবং যান দূর্ঘটনা এই দুটো বিষয়ে বেশী গুরুত্ব দিচ্ছে পুলিশ। তাই তিনি আগামী দিনে অপরাধ প্রবণতার হাত থেকে নিজেদের মুক্ত রাখতে জনগনকে সচেতন হবার পরামর্শ দেন এবং অপরাধ করার আগে মনে রাখতে বললেন – ‘পুলিশের হাত খুব লম্বা’। সেই সাথে ছাত্র-যুব সমাজের প্রতি তিনি আহ্বান জানান যেন সবাই অপরাধ করা থেকে বিরত থাকে উপরন্তু কোন অপরাধ সংগঠিত হলে তার কোন উপযুক্ত প্রমানাদি যদি কারোর হাতে আসে তা যেন তারা পুলিশের হাতে তুলে দেন সেই আহ্বানও জানান এসপি জয়ন্ত চক্রবর্তী এবং খোয়াই জেলা শাসক অপূর্ব রায়। পাশাপাশি প্রয়াস সভায় উপস্থিত অন্যান্য অতিথিরাও গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সবাইকে সচেতন হবার পরামর্শ দেন।
উল্লেখ্য, পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আগামীকাল ৬ই জানুয়ারী বসে আঁকো প্রতিযোগিতা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের পাশাপাশি ৭ই জানুয়ারী বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করতে চলছে খোয়াই জেলা পুলিশ।