গোপাল সিং, খোয়াই, ০৭ জানুয়ারী ৷৷ খোয়াই মহকুমাভিত্তিক অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতা শেষ হবে ১০ই জানুয়ারী। কিন্তু তার আগেই নিজেদের সবক’টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ান হবার পথে নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শনিবারের ম্যাচটি ছিল নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি’র জন্য গ্রুপের অন্তিম ম্যাচ। এই ম্যাচেও ৮ উইকেটের বিশাল জয় পায় নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি ও গণকী দ্বাদশ মুখোমুখি হয়। কুয়াশার কারনে ম্যাচ দেড়িতে শুরু হয়। ৪০ ওভারের ম্যাচ দাঁড়ায় ৩৫ ওভারে। নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি টসে জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় গণকী দ্বাদশকে। প্রথমে ব্যাট করতে নেমে সুমিত শুক্লদাস এর ৩৯ বলে ৭টি চারের সাহায্যে ৪৩ রান এবং বিশাল দাস এর ৩০ বলে ৪টি চারের সাহায্যে করা ২৫ রানের সুবাদে ৩৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে সক্ষম হয় গণকী দ্বাদশ। এছাড়া সুব্রত দাস ৩৬ বলে ২টি চারের সাহায্যে ১৫ রান ও হৃদয় দাস এর ১১ বলে ৩টি চারের সাহায্যে ১২ রান রান করে। নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি’র পক্ষে ৩টি করে উইকেট পায় সুয়েল সিনহা ও পূর্ণচন্দ্র সিনহা। ২টি উইকেট পায় আদেশ দেববর্মা এবং ১টি করে উইকেট যায় প্রণয় ঘোষ ও সাগনিক ঘোষ এর দখলে। ১৭৫ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভার ৫ বলে ২টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। দলীয় ওপেনার সুপ্রজনা বিশ্বাস এর ধৈর্য্যশীল ব্যাটিং এবং মিডেল অর্ডার ব্যাটসম্যান তথা মরশুমের প্রথম শতরানকারী ব্যাটসম্যান পূর্ণচন্দ্র সিনহার মারমুখী অর্ধশতরানের দরুন ৮ উইকেটের বিশাল জয় পায় নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। দলের পক্ষে সুপ্রজনা বিশ্বাস ৯৩ বলে ৪টি চারের সাহায্যে ৪৫ রানে এবং পূর্ণচন্দ্র সিনহা ৭০ বলে ২টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৫৮ রানে অপরাজিত থেকে দলক গ্রুপের অন্তিম ম্যাচেও জয় এনে দেয়। সেই সাথে গ্রুপের সবক’টি ম্যাচে জয়ী হয়ে গ্রুপ টেবিলে শীর্ষে রয়েছে নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। এখন গ্রুপ চ্যাম্পিয়ান ডিক্লেয়ারেশন শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। টুর্নামেন্টে অধিকাংশ ম্যাচেই ব্যাটে-বলে নিজের চূড়ান্ত দক্ষতার ছাপ রেখেছে পূর্ণচন্দ্র সিনহা। নিজেদের অন্তিম ম্যাচে বল হাতেও সে তুলে নিয়েছে ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে গণকী দ্বাদশের পক্ষে ১টি করে উইকেট ভাগাভাগি করে নেয় হৃদয় দাস ও অঙ্কুর দাস। আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করে প্রসেঞ্জিত গোপ ও মিন্টু চন্দ। নিজেদের অন্তিম ম্যাচে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ানরা নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি। খুদে ক্রিকেটারদের একই ফ্রেমে ছবি তুলতে দেখা গেল এদিন। প্রতিয়োগিতা শেষ হচ্ছে ১০ই জানুয়ারী। বাকি রইল নিয়মরক্ষার ম্যাচগুলি।